নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দীঘার জগন্নাথ মন্দিরের আদলে দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো দেখতে সপরিবারে পৌঁছে গেলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ও জলঘোলা।
অন্যদিকে সেইসব তর্ক-বিতর্ক পিছনে ফেলে মণ্ডপের প্রসংশা করতে শোনা গেল সাংসদকে। এবং এই মণ্ডপ দর্শন নিয়ে বিতর্ক তৈরি হবে কিনা প্রশ্ন করা হলে সাংসদকে বলতে শোনা গেল, “আমি এখানে শুধুই প্রতিমা ও মণ্ডপ দর্শনে এসেছি, এর সঙ্গে রাজনীতির কী সম্পর্ক?”
প্রসঙ্গত,দীঘার এই মন্দির নিয়ে তৃণমূল, বিজেপির মধ্যে না না তর্ক-বিতর্ক চলেছে। উদ্বোধনের দিন দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে শঙ্করপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। উদ্যোক্তাদের নেতৃত্বেও রয়েছেন তৃণমূলের নেতারা। সেই পুজোর মণ্ডপে বিজেপি সাংসদের উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই তৃণমূল বনাম বিজেপির রাজনৈতিক সমীকরণে নতুন প্রশ্ন তুলেছেন অনেকে।
যদিও বিজেপি সাংসদকে স্বাগত জানিয়ে পুজোর উদ্যোক্তা তথা তৃণমূল নেতা স্বাধীন ঘোষ জানান,” পুজো সবার। মা দুর্গা সবার। পুজো নিয়ে রাজনীতি করার কোন মানে নেই। বিজেপি সাংসদকে স্বাগতম।”




