নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রতি বছর দুর্গাপুরের ৩৪ নম্বর ওয়ার্ড অয়েলম্যান কলোনির মহাবীর আখড়ার পক্ষ থেকে নবরাত্রির নবমী তিথিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। নবমী তিথিতে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য শোভাযাত্রার। যেখানে রাম সীতা, হনুমান থেকে ঝাঁসির রানীর দেখা দেখা মিলল। এছাড়াও ছিল লাঠি খেলা, ছৌ নাচ, আদিবাসী বাদ্যযন্ত্র সহ নৃত্য। শোভাযাত্রাটি কাদা রোড সহ শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। উদ্যোক্তাদের দাবি সৌহার্দ, সাম্প্রদায়িক সম্প্রতির বার্তা নিয়ে প্রতিবছর এই শোভাযাত্রার আয়োজন করা হয় যেখানে এলাকার হিন্দুদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষও সমানভাবে অংশগ্রহন করেন।
এইদিন শোভাযাত্রা শুরুর আগে বিশিষ্ট ব্যক্তিদের পাগড়ী পড়ানো,কুস্তি লড়াই সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মুখার্জি, ধর্মেন্দর যাদব রাজু সিং তরুণ রায় সহ বিশিষ্ট জনেরা।





