সৌভিক সিকদার, আউসগ্রাম, পূর্ব বর্ধমান -: দুর্গাপুজো উপলক্ষ্যে আউসগ্রাম -১ ও ২ নং ব্লকের বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করছেন আউসগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থাণ্ডার। এরফলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সময় একদিকে যেমন এলাকার মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া হচ্ছে তেমনি জনসংযোগও সেরে নেওয়া হচ্ছে। শুধু তাই নয় চলার পথে বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন পথ শিশুর হাতে পুজোর উপহার হিসাবে তুলে দিয়েছেন নতুন পোশাক। কয়েকজন মহিলা ও পুরুষের হাতেও উপহার হিসাবে শাড়ি ও ধুতি তুলে দিয়েছেন। জানা যাচ্ছে পুজোর দিনগুলো তিনি নিজের বিধানসভা এলাকার মানুষের সঙ্গে কাটাবেন।
বিধায়ক বললেন, আমি বরাবরই বিভিন্ন সামাজিক উৎসবে এলাকার মানুষের সঙ্গে থেকে তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিই। আগামী দিনগুলো তাদের সঙ্গেই থাকব।





