এই বাংলায় ওয়েব ডেস্কঃ- বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপের জেরে ফের বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। বৃহস্পতিবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। বীরভূমে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। শনিবারও দক্ষিণবঙ্গের কিছু জেলায়বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল বৃহস্পতিবার বিকেলেই তা গোপালপুরের কাছে ওড়িশার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। এর প্রভাবে ওড়িশার উপকূলে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝড় বয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার বেগ পৌঁছে গিয়েছিল ৭৫ কিলোমিটার পর্যন্তও। শুক্রবার সকালে নিম্নচাপ কিছুটা শক্তি হারিয়েছে। এখনও তা ওড়িশা-ছত্তীসগঢ়ের কাছে অবস্থান করছে।
অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগর এখনও উত্তাল। সেখানে সমুদ্রে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। ফলে আরও অন্তত ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।





