eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে পুজো কার্নিভ্যাল ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি

দুর্গাপুরে পুজো কার্নিভ্যাল ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি, তার মধ্য়েই দুর্গাপুরে শুরু হতে চলেছে এবছরের পুজো কার্নিভ্যাল। তাই শহরজুড়ে এখন উৎসবের আমেজ। রঙ, আলো আর ঢাকের তালে, নৃত্য গীতিতে মেতে উঠবে আকাশ বাতস। আর তাই শনিবার সকাল থেকেই সেজে উঠছে দুর্গাপুর মহিলা কলেজের সামনের রাস্তা। অন্যদিকে শহরজুড়ে উৎসব কমিটিগুলিতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। প্রতিটি কমিটি প্রস্তুত নিজেদের সেরা রূপে মুগ্ধ করতে। মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার শেষ ছোঁয়া। রিহার্সালে ব্যস্ত শিল্পীরা।

অন্যদিকে নিরাপত্তায় কড়া নজর রেখেছে পুলিশ প্রশাসন। বোম স্কোয়ার্ডের কর্মীরা সকাল দেখেই খতিয়ে দেখে মঞ্চের চতুর্দিক। ট্রাফিক নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

এদিন পুজো কার্নিভ্যালের উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ও মলয় ঘটক। সঙ্গে থাকবেন প্রশাসনিক আধিকারিকরা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর তার সাথে সাথে এই বিশেষ আনন্দঘন মুহুর্তের সাক্ষী থাকতে ভীড় জমাচ্ছে শিল্পাঞ্চলের মানুষজন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments