সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– বিজয়া দশমী উপলক্ষ্যে আসানসোলে মহাবীর আখড়ার মেয়েরাও মাতলো লাঠি খেলায়। প্রসঙ্গত দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রার সঙ্গে মহাবীর আখড়ার শোভাযাত্রা শিল্পাঞ্চলের এক পুরনো ঐতিহ্য। ।
বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল শহরে মহাবীর আখড়া শোভাযাত্রা বের হয়। সঙ্গে ছিল প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রাও। আসানসোল শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই বিশেষ শোভাযাত্রা। আর এবারের শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল ছেলেদের পাশাপাশি আখড়ার মেয়েদের লাঠিখেলা। যা দেখতে উপস্থিত হয়েছিল প্রচুর সংখ্যায় সাধারণ মানুষ।
অন্যদিকে শোভাযাত্রা ঘিরে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নিয়েছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। হটন রোড, জিটি রোড সহ বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছিলো। নিরাপত্তার জন্য পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন থানার পুলিশ, কমব্যাট ফোর্স, র্যাফ ও সিভিক ভলেন্টিয়ারদের নামানো হয়েছিল। জাতীয় সড়কের একাধিক ক্যাম্প করা হয়েছিলো। যেখানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।





