নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ‘ব্যথামুক্ত ভারতের ডাক’ দিয়ে দুর্গাপুরে অভিনব চিকিৎসা শিবির। দুর্গাপুরের সিটি সেন্টারের মাঙ্গলিক উৎসব ভবনে গত সোমবার থেকে শুরু হয়েছে তিনদিনের ‘চিরোপ্রাকটিক থেরাপি ক্যাম্প’। যেখানে দেশের খ্যাতনামা চিরোপ্রাক্টর চিকিৎসক ডাঃ রজনীশ কান্ত ও তাঁর বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে চলছে চিকিৎসা। প্রসঙ্গত উল্লেখ্য, ডাঃ রজনীশ কান্তের বিহারের পাটনা ও মুম্বাইয়ে নিজস্ব ক্লিনিক রয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকেই শুরু হচ্ছে চিকিৎসা, আর যতক্ষণ রোগী থাকছেন, চিকিৎসা চলছে নিরবচ্ছিন্নভাবে। দুই রাজ্যে নিজস্ব ক্লিনিক থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন প্রান্তে ক্যাম্প করে বেড়ান এই যশস্বী চিকিৎসক। ব্যথামুক্ত ভারতের লক্ষ্য নিয়েই তাঁর এই অভিনব অভিযান বলে জানান স্বয়ং ডাঃ রজনীশ। তিনি জানান এই উদ্দেশ্যকে সফল করতে চিকিৎসার পাশাপাশি নতুন প্রজন্মকেও প্রশিক্ষন দিয়ে চলেছেন।
ডাঃ রজনীশ জানান, “চিরোপ্রাক্টর কোনো নতুন চিকিৎসা পদ্ধতি নয়। দ্বাপর যুগেই ভগবান কৃষ্ণ কুঁজ রোগীর মেরুদণ্ড সোজা করেছিলেন এই একই পদ্ধতিতে। এটি একেবারেই প্রাচীন ও প্রাকৃতিক এই চিকিৎসা।’ তাঁর মতে, শরীরের ব্যথা, পেশী ও মেরুদণ্ডের সমস্যার সমাধান করা যায় নিখুঁত হাতে পরিচালিত এই থেরাপির মাধ্যমে। যদিও আধুনিক চিকিৎসা বিজ্ঞান চিরোপ্রাকটিক থেরাপিকে এখনো স্বীকৃতি দেয়নি। তবুই ডাঃ রজনীশের চিকিৎসায় বহু মানুষ আশ্চর্যজনকভাবে আরোগ্যলাভ করছেন।





