বাঁকুড়া : রাতের অন্ধকারে বালি বোঝাই লড়ি আটকে টাকা তোলার অভিয়োগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনা বিষ্ণুপুর বাইপাস রোডের ভগত সিং মোড়ের। অভিযোগ উঠেছে, রাতের অন্ধকারে প্রত্যেক দিন বালি বোঝাই লড়ি আটকে প্রতি লরিতে ৫০০ টাকা করে তোলা আদায় করে পুলিশ। এই ঘটনায় তীব্র ক্ষোভ তৈরী হয়েছে স্থানীয়দের মধ্যে। ঘটনার জেরে রাস্তা অবরোধ করে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার আই.সি পৌছালে তাকে ঘিরেও চলে বিক্ষোভ। স্থানীয় বাসিন্দাদের অভিয়োগ, চেক পোস্টে সিসিটিভি লাগানো হলেও তা এখনও চালু হয়নি, এই সুয়োগ নিয়ে চলছে পুলিশের তোলাবাজি। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুশিয়ারির পরও কি ভাবে রমরমিয়ে চলছে বালির গাড়ির দাপট তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা।