eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে প্রাক্তন সেনাকর্মীদের আবাসে অবৈধ নির্মাণ ভাঙল নগর নিগম

দুর্গাপুরে প্রাক্তন সেনাকর্মীদের আবাসে অবৈধ নির্মাণ ভাঙল নগর নিগম

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের প্রাক্তন সেনাকর্মীদের আবাসে হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙল নগর নিগম। এদিন সকালে নগর নিগম ও এডিডিএ’র যৌথ উদ্যোগে ওই নির্মাণ ভাঙা হয়।

প্রসঙ্গত দুর্গাপুরের অমরাবতীতে আসানসোল উন্নয়ন পর্ষদের জমিতে গড়ে ওঠা প্রাক্তন সেনাকর্মীদের আবাস ডিফেন্স কলোনিতে অবৈধভাবে গ্যারাজ, দোকান, স্টোররুম, কমিউনিটি শৌচালয় সহ একাধিক নির্মাণ গড়ে উঠেছিল কো-অপারিটেভের বিগত কমিটির মদতে। ২০২১ সালে এই অবৈধ নির্মাণ নিয়ে সরব হন কলোনির বাসিন্দাদের একাংশ। সেই সময় কলোনির বাসিন্দা প্রাক্তন বায়ু সেনা কর্মী বিনয় মজুমদার ওই অবৈধ নির্মাণ নিয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তী কালে বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলা চলাকালীন তদন্তে জানা যায় তৎকালীন আবাসনের কো-অপারিটেভ কমিটির সেক্রেটারির মেম্বারশিপই বৈধ নয়। তারই প্রেক্ষিতে হাইকোর্ট ওই নির্মাণকে অবৈধ বলে রায় দেয় এবং সরকারি জমি দখল করে নির্মিত সব অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয়।

হাইকোর্টের ওই নির্দেশের জেরে এদিন এলাকায় পৌঁছয় নগর নিগম ও এডিডিএ’র কর্মীরা। জেসিবি মেসিন দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় অবৈধ নির্মাণ। কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী।

স্থানীয়রা জানান, আগের কমিটি অবৈধভাবে ওই নির্মাণ করেছিল। সম্প্রতি নির্বাচনে তারা হেরে গেছে। অবশেষে হাইকোর্টের নির্দেশে নগর নিগম অবৈধ নির্মাণ ভাঙার উদ্যোগ নেওয়ায়, এলাকার সকলে খুশি। প্রসঙ্গত কিছুদিন আগে নির্বাচনে অমরাবতী ডিফেন্স কলোনির আবাসিক কমিটির বদল হয়েছে।

অন্যদিকে নগরনিগম সূত্রে জানা গেছে, এই অভিযানে আপাতত ডিফেন্স কলোনির একাংশে কাজ শুরু হয়েছে। তবে ধাপে ধাপে অন্য এলাকাতেও চলবে অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments