eaibanglai
Homeএই বাংলায়প্রবীণদের বিজয়ার সম্মননা দিতে চলেছে আউসগ্রাম -১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস

প্রবীণদের বিজয়ার সম্মননা দিতে চলেছে আউসগ্রাম -১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস

সৌভিক সিকদার, আউসগ্রাম, পূর্ব বর্ধমান -: ‘শেষ হয়েও শেষ হয়না’ দুর্গাপুজোর রেশ। বাঙালি রীতি মেনে পুজোর শেষে বিজয়া উপলক্ষ্যে প্রবীণদের প্রণাম করে তাদের আশীর্বাদ চেয়ে নেওয়া হয়। এবার সেই দিকেই এগিয়ে চলেছে আউসগ্রাম -১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব। স্থানীয় বিধায়ক অভেদানন্দ থান্দার,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদার ও আউশগ্রাম-১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তাপ্রসাদ রায় চৌধুরীর পরামর্শে আউসগ্রাম -১ নং ব্লকের সাতটি অঞ্চলের প্রতিটিতে কমপক্ষে চারজন প্রবীণ ও বিশিষ্ট ব্যক্তিদের বিজয়ার সম্মাননা দিতে চলেছে ব্লক তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব। দলীয় সূত্রে জানা যাচ্ছে, সংশ্লিষ্ট প্রবীণদের বাড়ি গিয়ে এই সম্মাননা প্রদান করা হবে। তাদের গলায় পরিয়ে দেওয়া হবে উত্তরীয় এবং হাতে তুলে দেওয়া হবে পুষ্পস্তবক।

আউশগ্রাম-১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ধ্রুবজ্যোতি ভট্টাচার্য্য বললেন- আমি, সুমন মুখার্জ্জী ও রণিত ঘোষাল দলীয় বিধায়ক, জেলা যুব সভাপতি ও ব্লক সভাপতির কাছে এই সম্মাননা দেওয়ার প্রস্তাব দিলে তারা সানন্দে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। আমাদের বিশ্বাস প্রবীণদের আশীর্বাদ আমাদের চলার পথকে সুগম করে তুলবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments