নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- স্ত্রীকে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের ধোবিঘাট এলাকায়। মৃত মহিলার নাম মকুল কর (৫০)।
পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার রাতে ধোবিঘাট এলাকার বাসিন্দা দুর্গাদাস কর স্ত্রীকে হত্যার কথা জানিয়ে দুর্গাপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। এরপরই পুলিশ দুর্গাদাস বাবুর বাড়ি থেকে তার স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহকুমা বাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে স্ত্রী ও ছেলেকে নিয়ে বহুদিন ধরে ধোবিঘাট এলাকায় বসবাস করেন পেশায় গৃহশিক্ষক দুর্গাদাস কর। ছেলে শান্তনু করের দাবি তার বাবা বরাবর মায়ের উপর অত্যাচার করত। তিনি পরিকল্পনা করেই এই খুন করেছেন। অভিযুক্ত বাবার কড়া শাস্তিরও দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে স্থানীয়দের একাংশের দাবি স্ত্রী ও ছেলের অবহেলার কারণে মানসিক অবসাদে ভুগতেন দুর্গাদাসবাবু। তার জেরেই এই খুনের ঘটনা ঘটতে পারে। পুলিশ জানিয়েছে ধারাল কোন অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয়েছে মকুল করকে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।





