সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– দুর্গাপুরের ডাক্তারি ছাত্রীর গণধর্ষণের ঘটনায় প্রতিবাদে পথে নেমে সরব হল বিজেপি । রবিবার সকালে আসানসোল শহরের জাতীয় সড়কে প্রতিবাদ মিছিল করেন বিজেপির নেতা ও কর্মীরা । পরে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করা হয়। পাশাপাশি থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে হাতে ব্যানার নিয়ে প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। পাশাপাশি ডাক্তারি পড়ুয়ার জন্য ন্যায়বিচার এবং অপরাধীদের ফাঁসি দাবিতেও ওঠে স্লোগান। পরে থানায় একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
রাজ্য়ে মহিলাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, “এখন বাংলায় কেউ সুরক্ষিত নন। বিশেষ করে মহিলারা। অথচ পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। যে কারণে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।”
এদিনের কর্মসূচিতে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ছাড়াও অংশ নিয়েছিলেন বিজেপি নেতা শিব প্রসাদ বর্মণ, ওম নারায়ণ প্রসাদ, প্রদীপ সিং, সৌম্য দোলুই, সুদীপ চৌধুরী সহ স্থানীয় বিজেপি কর্মীরা।





