সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাস্তার ধার থেকে এক যুবক টোটো চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার কোতুলপুরের রামচক মোড় সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম মহাদেব চক্রবর্তী (৩৮)। বাড়ি কোতুলপুরের মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের মধুবন গ্রামে।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাতে ওই যুবক বাইক নিয়ে বেরিয়েছিলেন। তারপর আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে পথচলতি মানুষ রাস্তার ধারে তার দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। রাস্তার ধার থেকে তার বাইকটিও উদ্ধার হয়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে বাইকটি। তাতে বাইকসহ হাইড্রেনে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়ে মৃত্যু হয় ওই টোটোচালকের।





