সঙ্গীতা চৌধুরীঃ- আমরা যারা আধ্যাত্মক পথে অগ্রসর হওয়ার জন্য দিন রাত চেষ্টা করি ধ্যান করি, ভগবানের নাম জপ করি, আমরা কি একদিনেই নিজেরদের যাবতীয় খারাপকে ভালো করতে পারি? সেটা কী সম্ভব ? যদি না পারি সে ক্ষেত্রে আমাদের কী করণীয়? একবার একজন ভক্ত স্বামী সোমেশ্বরানন্দ মহারাজকে এই নিয়ে প্রশ্ন করেছিলেন। সেই ভক্ত বলেন,“কোনো-কোনো সময়ে ভুল করে ফেলি, রাগ হয়, দুঃখ পাই। মন শান্ত থাকে না। কিভাবে এ থেকে মুক্ত হব ?”
স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ এর উত্তরে বলেন,“এসব স্বাভাবিক। এ নিয়ে অতো চিন্তা করবেন না। যতটা সম্ভব করুন। বেশিরভাগ সময় আনন্দে থাকার চেষ্টা করুন। বর্তমানেরই পরিণতি ভবিষ্যত। তাই বর্তমানকে যত আনন্দময় করে তুলবেন, ভবিষ্যতে তত বেশি আনন্দে থাকতে পারবেন। রাতারাতি তৈলঙ্গস্বামী হওয়ার চেষ্টা করবেন না। স্বাভাবিক জীবন যাপন করুন।”




