সংবাদদাতা,আসানসোলঃ- দুর্গা মন্দিরের বেদীতে দেখা মিলল আলতা পায়ের ছাপ। যা নিয়ে সোমবার শোরগোল পড়ে যায় আসানসোলের বারাবনির নাকটি কন্যাপুর এলাকায়। এলাকার ভক্তদের দাবি ওই ছাপ দেবী দুর্গার পায়ের।
সোমবার সকালে মন্দিরের পুরোহিত পুজো করতে গিয়ে ওই পায়ের ছাপ দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই মন্দিরে ভিড় জমান এলাকার মানুষ। অনেকেই ওই পায়ের ছাপকেই দেবী রূপে ফুল, ধূপ, দীপ দিয়ে পুজো করেন ।
খবর পেয়ে নুনী গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তিওয়ারিও ঘটনাস্থলে পৌঁছন। তিনি জানান মন্দিরটি এলাকার বহু প্রচীন মন্দির। মায়ের এই অলৌকিক ঘটনা দেখতে ভিড় জমিয়েছেন আশেপাশের বহু গ্রামের মানুষ । বিজ্ঞানের যুগেও যে আধ্যাত্মিকতা মানুষের মধ্যে রয়েছে, তা এই ঘটনা প্রমাণ করে দিল।






