eaibanglai
Homeএই বাংলায়৮৫ ফুটের কালী প্রতিমা তৈরি করে চমক দিতে চলেছে কুলটি ইয়ং ম্যান...

৮৫ ফুটের কালী প্রতিমা তৈরি করে চমক দিতে চলেছে কুলটি ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের কুলটিতে ৮৫ ফুট উঁচু কালী প্রতিমা তৈরি করে চমক দিতে চলেছে কুলটি ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন। সংগঠনের দাবি ভারতবর্ষের মাটিতে এই প্রথম এত উঁচু প্রতিমা পূজিত হতে চলছে।

এবছর ১১ বছরে পদার্পণ করছে কুলটি ইয়ং ম্যান অ্যাসোসিয়েশনের কালী পুজো। সংগঠনের সভাপতি পার্থ ঠাকুর, সম্পাদক জিতেন্দ্র রায় এবং যুগ্ম সম্পাদক দীপক রামরা বলেন, “এখানকার দুর্গাপূজা খুবই বিখ্যাত। তাই আমাদের সকলের মনে চিন্তা এসেছিল যে আমরা সকলে মিলে এখানে কালী পূজা উদযাপন করব এবং সেই মতো কালী পূজা শুরু হয়। গত ১০ বছরে কালী পুজো হচ্ছে, এবার ১১তম বর্ষে নতুন ও আকর্ষণীয় কিছু করার তাগিদে, ৮৫ ফুট লম্বা উঁচু প্রতিমা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।” উদ্যোক্তাদের দাবি আসানসোলের বিভিন্ন জায়গায় ৩০-৩২ ফুটের প্রতিমা হয়, কিন্তু ৮৫ ফুটের প্রতিমা এই প্রথম তৈরি হচ্ছে।

নদীয়া জেলার রানাঘাটে ৪০ জন মৃতশিল্পী এই বিশাল প্রতিমা তৈরির জন্য গত দুমাস ধরে দিনরাত কাজ করে চলেছেন। উদ্যোক্তাদের আশা এই বিশালাকার কালী প্রতিমা শহকবাসীর দৃষ্টি আকর্ষণ করবে। পুজো হবে ইসকো মেইন গেট গান্ধী ময়দানে। প্রতিমার পাশাপাশি পুজো ময়দানও আলোকজ্জায় সেজে উঠছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments