eaibanglai
Homeএই বাংলায়আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিজেদের দুর্দান্তভাবে তুলে ধরলো চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিজেদের দুর্দান্তভাবে তুলে ধরলো চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– নতুন দিল্লিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দৃঢ় উপস্থিতি সিএলডব্লুর। এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিজেদের দুর্দান্তভাবে তুলে ধরলো চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা।

গত ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ১৬-তম আন্তর্জাতিক রেলওয়ে যন্ত্রাংশ প্রদর্শনীতে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার প্রদর্শিত ডব্লিউ এ জি-৯ এইচ সি, ডব্লু এ পি-৫ পুশ পুল এ্যরোডায়নামিক এবং ডব্লু এ জি-৯ এইচ সি টুইন বৈদ্যুতিক ইঞ্জিন আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। বিশ্বের উন্নত দেশগুলির সামনে সিএলডব্লুর প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবনী শক্তির প্রদর্শনী বিশেষ সাড়া ফেলেছে।

মেলায় সিএলডব্লুর যন্ত্রাংশ এবং ইঞ্জিন বিশ্বের দরবারে তুলে ধরার জন্য ছিলেন চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিজাইন হরিশ মিত্তাল, জনসংযোগ আধিকারিক চিত্রসেন মন্ডল, উপ মহাপ্রবন্ধক উত্তম কুমার মাইতি, ডেপুটি সিএমএম কুমার পরমানন্দ, এস ই ই আশীষ কুমার, সুনীল কুমার প্রমুখ। এছাড়াও বিভিন্ন দিনে পস্থিত হয়েছিলেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান তথা সিইও সতীশ কুমার এবং সদস্য এইচ মালহোত্রা।

প্রসঙ্গত আন্তর্জাতিক স্তরের এই মেলায় চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ৭৫ বছরের গৌরবময় পথ চলার ইতিহাস অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রদর্শিত হয়। এই কারখানা নিজস্ব উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে উচ্চমানের রেল ইঞ্জিন তৈরি করে “আত্মনির্ভর ভারত” স্লোগানকেও দৃঢ় করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments