শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড় আর সেই শুশুনিয়া পাহাড়ের পাদদেশে আয়োজিত হলো ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী ও পুরাতন কর্মীদের নিয়ে বিশেষ সংবর্ধনা সভা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও ছাতনা ব্লক নেতৃত্ব কর্মী সমর্থকরা। পাশাপাশি এদিন প্রবীণ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকদের লক্ষ্য করা গেল এই বিজয়া সম্মিলনীতে। বিশেষভাবে উল্লেখ্য যে, সিপিএম, কংগ্রেস ও বিজেপি থেকে মোট ১৫ জন এদিনের কর্মসূচিতে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে তৃনমূলে যোগদান করেন। ২০২৬ এর নির্বাচনে কিভাবে সকলকে একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে এবং ছাতনা বিধানসভায় তৃণমূল কিভাবে জয়লাভ করবে সে বিষয়ে দলীয় কর্মী-সমর্থক ও নেতৃত্বদের বার্তা দেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারাশঙ্কর রায়। এদিনের কর্মসূচি উপস্থিত ছিলেন শালতোড়া, ইন্দপুর সহ পাশাপাশি অনান্য ব্লকের তৃনমূলের ব্লক সভাপতিরা। ছাতনা তৃণমূলের ব্লক সভাপতি স্বপন মন্ডল, মহিলা তৃণমূল নেতৃত্ব মৌ সেনগুপ্ত ও যুব সভাপতি মৃণাল শর্মা সহ অনান্য ছাতনা তৃণমূলের ব্লক নেতৃত্বরা উপস্থিত ছিলেন।




