নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গত চার বছর ধরে দুর্গাপুরের এক্সক্লুসিভ সিল্ক হাউসের উদ্যোগে অনলাইন ও অফলাইন দুই বিভাগের ক্রেতাদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে অভিনব ফ্যাশন শো ‘বঙ্গ শারদ সুন্দরী’। এবছরও সংস্থার পক্ষ থেকে পঞ্চম বর্ষের ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে। এই উপলক্ষ্যে শনিবার সিটিসেন্টারের এক বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠকের আয়োজন কার হয়। যেখানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার বব সেনগুপ্ত, কলকাতা থেকে আগত গ্রুমার অনির্বাণ মহালনবিস এবং বিগত চার বছরের বিজয়ীরা।
সংস্থার কর্ণধার বব সেনগুপ্ত জানান, নভেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপুরে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল। তার আগে কলকাতা, বাঁকুড়া, আসানসোল, বোলপুর ও বর্ধমানের বিভিন্ন স্থানে অডিশন হবে। প্রতিযোগিতা হবে কিডস, মিস, মিসেস এবং মিস্টার ইত্যাদি একাধিক ক্যাটাগরিতে। বাছাই হওয়া প্রতিযোগীদের নিয়ে মূল গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। এছাড়া এবছরের ফ্যাশন শোর অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে শহরের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত নারীদের অংশগ্রহন।
প্রসঙ্গত উল্লেখ্য, দুর্গাপুরের সিটি সেন্টার ও বিধান নগরে এক্সক্লুসিভ সিল্ক হাউসের শোরুম রয়েছে। যারা সারা বছর সংস্থার শোরুম থেকে বা অনলাইন থেকে কেনাকাটা করেন, তাঁদের নিয়েই আয়োজন করা হয় এই অভিনব ফ্যাশন শো।




