নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দীপাবলীর রোশনাইয়ে সেজে উঠেছে দুর্গাপুর শহর। আর এই রশনাইয়ের মধ্যে দুর্গাপুরের সিটি সেন্টারে এসবিআই আবাসনে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। একই রাতে ব্যাঙ্কের আবাসনে পর পর তিন বাড়িতে চুরির ঘটনা রীতিমতো শোরগোর ফেলে দিয়েছে শহরজুড়ে।
জানা গেছে কালী পুজোর ছুটি উপলক্ষ্যে আবাসনের ফ্ল্য়াটে তালা দিয়ে তারাপীঠে বাড়ি গিয়েছিলেন এসবিআই-এর ক্যাশিয়ার কর্মী রূপক চট্টোপাধ্যায়। ফিরে এসে দেখেন আলমারি ভাঙা, গয়না-নগদ সব উধাও। শুধু রূপকবাবুর ফ্ল্যাটই নয়, একই রাতে আরও দুই ব্যাংক কর্মীর মানষ মাহাতো ও বিজেন্দ্র কুমারের ফ্ল্যাটেও চুরি হয়েছে। এমনকি বাদ যায়নি ব্যাংকের গেস্ট হাউসও।
রবিবার সকালে ব্যাঙ্ক আবাসনের আবাসিকরা লক্ষ্য করেন একাধিক ফ্ল্যাটের দরজা ভাঙা। বিষয়টি বুঝতে দেরি হয়না তাদের। রাতে সকলের অজান্তে চুরি হয়েছে তিনটি ফ্ল্যাটে। পুলিশে খবর দেওয়ার পাশাপাশি ওই ব্যাঙ্ক কর্মীদের খবর দেন তারা। খবর পেয়ে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
রূপকবাবু জানান, “শনিবার তারাপীঠে নিজের বাড়িতে গেছিলাম। সকালে ফোনে খবর পাই আবাসনে চুরি হয়েছে। ফিরে এসে দেখি আলমারি ভাঙা, কয়েক লক্ষ টাকার জিনিসপত্র উধাও।” অন্য কর্মী প্রবীর কুমার মুখোপাধ্যায় বলেন, “এক বছর আগেও এমন চুরি হয়েছিল। আবার ঘটলো একই ঘটনা। আমরা ভয় আর নিরাপত্তায় দিন কাটাচ্ছি। দ্রুত ও সঠিক তদন্তের দাবি করছি।”
অন্যদিকে শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টার সংলগ্ন স্টেট ব্যাঙ্কের মতো রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের আবাসনে দুঃসাহসিক এই চুরির ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।





