সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার বড় কালীপুজোর গুলোর মধ্যে অন্যতম লক্ষ্যাতড়া মহাশ্মশান কালী। এবার এই পুজোয় জয়সালমীরের ছোঁয়া। রাজস্থানী রাজমহল থিমে সেজে উঠেছে প্যাণ্ডেল। তার সঙ্গে প্রচুর লাইটিং, আলোর ঝলকানি, রাজস্থানী পুতুল । যেন সোনায় মোড়া মহল। মনে হচ্ছে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা।

প্রায় ৩০০-৩৫০ বছরের পুরোনো কালীক্ষেএটি। ব্রিটিশ আমলে বেনারস থেকে নিয়ে আসা হয়েছিল মা ভবতারিনীর মূর্তি। সেই মূর্তি পূজিত হত নামজাদা ডাকাতদের কাছে। তারপর ১৯৬৮ খ্রিস্টাব্দে ডাকাতদের প্রভাব কমে গেলে, গন্ধেশ্বরী নদীর ওপার থেকে মায়ের মূর্তি নিয়ে আসা হয় লক্ষ্যাতড়া মহা শ্মশানে। মা ভবতারিনীর পুজো শাস্ত্রমতে হলেও শ্মশান কালী মন্দিরে পুজো হয় তন্ত্রমতে। প্রতি বছর এই পুজোর জন্য অপেক্ষা করে থাকেন এলাকা এমন কি জেলা বাসী। কালী পুজো উপলক্ষ্যে বসে বিরাট মেলা। এছাড়ার আলোক সজ্জা ও প্যাণ্ডেল দেখতে প্রতিবছর ভিড় জমান বহু মানুষ। উদ্যোক্তারা জানিয়েছেন এবছর পুজোর বাজেট প্রায় ৩৫ লক্ষ টাকা।

অন্যদিকে শ্মশান কর্তৃপক্ষ জানিয়েছেন, পুজো চলাকালীন নিত্যদিনের মতোই চলবে শ্মশানের শব দাহের কাজ। তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে পুজোয় ভিড় সামলাতে ও কোনোরকম অপ্রতীকর ঘটনা এড়াতে নজরদারি রেখেছে পুলিশ প্রশাসন।








