সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রতিবছরের মতো এবারও কালীপুজো উপলক্ষ্যে ভক্তদের উপচে পড়া ভিড় দুর্গাপুরের প্রাচীন ভিড়িঙ্গী শ্মশান কালীবাড়িতে। ইতিহাস অনুসারে এই কালীপুজো শুরু হয় প্রায় দেড় শতাব্দীরও বেশি আগে। জানা যায় সিদ্ধপুরুষ তান্ত্রিক অক্ষয়কুমার রায় স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। তারপর থেকে মা ভিড়িঙ্গি কালী যেন দুর্গাপুরের প্রাণ হয়ে উঠে।
দুর্গাপুরের প্রাচীন শ্মশান কালী অত্যন্ত জাগ্রত দোবী হিসেবে খ্যাত। তাই দূর দূরান্ত এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের সান্নিধ্যে, মায়ের পুজো দিতে। সেই প্রাচীন সময় থেকে ভক্তদের বিশ্বাস আজও অটল। যুগের সঙ্গে সঙ্গে দেবী মায়ের মাহাত্ম্য ছড়িয়ে পড়ায় ভক্তদের আস্থা আরও গভীর হয়েছে। যা ভিড়িঙ্গী শ্মশান কালীবাড়িকে এক জাগ্রত তীর্থক্ষেত্রে পরিণত করেছে।
মায়ের বাৎসরিক পুজো অগ্রহায়ণ মাসের অমাবস্যায় হলেও কার্তিক অমাবস্যা অর্থাৎ দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে হয় বিশেষ পুজো। সারারাত ধরে চলে হোমযজ্ঞ, পুজো-অর্চনা আর ধর্মীয় সংগীত।
ভক্তদের মতে এই মায়ের কাছে মন দিয়ে প্রার্থনা করলে তা পূরণ করেন মা, কাউকে খালি হাতে ফেরান না।







