eaibanglai
Homeএই বাংলায়ভুতুড়ে ভোটার নিয়ে চাঞ্চল্য কোতুলপুরে, প্রশ্নের মুখে তৃণমূল

ভুতুড়ে ভোটার নিয়ে চাঞ্চল্য কোতুলপুরে, প্রশ্নের মুখে তৃণমূল

সংবাদদাতা,বাঁকুড়াঃ- সম্প্রতি বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বুথ লেভেল অফিসারদের (বিএলও) সঙ্গে দলীয় কর্মীদের বাড়ি-বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে ভোটার তালিকা থেকে কোন নাম বাদ না পড়ে। আর এই নির্দেশ নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকেরই প্রশ্ন ভুতুড়ে ভোটারদের নাম ভোটার তালিকা থেকে যাতে বাদ না পড়ে তার জন্যই কি এই নির্দেশ!

প্রসঙ্গত, বাঁকুড়ার ২৫৭-ইন্দাস বিধানসভার কোতুলপুর ব্লকের লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের ২৫৬ নম্বর বুথের ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বুথের ভোটগ্রহণ কেন্দ্র বড়পুষ্করিণী প্রাথমিক বিদ্যালয়। এই বুথটি মূলত তিনটি গ্রাম নিয়ে গঠিত – বড়পুকুর, বেনেরচক ও বাগপুকুর। স্থানীয়দের দাবি, তিনটি গ্রামই সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত। অথচ প্রকাশিত ভোটার তালিকায় ৫৩৮ নম্বর ভোটার হিসেবে নাম রয়েছে “সিরাজউদ্দিন মল্লিক, পিতা বসিরউদ্দিন মল্লিক”। আর এই নাম ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। যেখানে মুসলিম সম্প্রদায়ের কোন বাসিন্দা নেই সেখানে ভোটার তালিকায় কীভাবে মুসলিম নাম নথিভুক্ত হল? স্থানীয় বিজেপি নেতৃত্ব ও গ্রামবাসীদের একাংশের দাবি এরা ভুতুরে ভোটার, যাদের বাস্তবে কোন অস্তিত্ব নেই।

আর এই নাম বিতর্কের মাঝে তৃণমূল সাংসদের নির্দেশ নতুন করে প্রশ্ন তুলেছে ভুতুরে ভোটার নিয়ে। বিরোধীদের প্রশ্ন ভুতুড়ে ভোটারদের নাম তালিকায় রাখার জন্যই কি সাংসদের এই নির্দেশ? ভোটার তালিকা কতটা নির্ভুল তা নিয়েও উঠেছে প্রশ্ন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments