সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার বাঁকুড়া শহর সংলগ্ন বাঁকুড়া দুই নম্বর ব্লকের বদড়া গ্রাম। সাড়া রাজ্য জুড়ে বাঙালি ভাইবোনরা যখন এদিন ভাইফোঁটা পালন করছে তখন এই গ্রামে রায় পাড়ার বেশিরভাগ বাড়িতে পালিত হচ্ছে না ভাইফোঁটা। কোন বোন তার ভাই বা দাদার কপালে চন্দনের ফোঁটা কেটে বলছে না “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়ল কাঁটা।” কি অবাক লাগছে তো ? অবাক হওয়াটাই স্বাভাবিক। কিন্তু দীর্ঘদিন ধরে গ্রামে এই প্রথাই চলে আসছে।
স্থানীয় লোককথা অনুযায়ী আনুমানিক ৩০০ থেকে ৪০০ বছর আগে এই এলাকা জঙ্গলে পরিপূর্ণ ছিল। সেই সময় এই ভাইফোঁটার দিনে স্থানীয় ক্ষত্রিয় বর্গের এক ব্যক্তি জঙ্গলে গিয়েছিলেন কোনও কারণে। সেখানে বাঘের আক্রমণে মৃত্য়ু হয় তার। এরপর থেকেই বদড়া গ্রামে রায় পাড়ায় পালিত হয় না ভাইফোঁটা। মোট ৬৫ টি পরিবারের বড় অংশে পালন হয় না ভাইফোঁটা। যদিও অন্যান্য পাড়ায় সাধারণভাবে ভাইফোঁটা পালন হয়।
এছাড়া আরও একটি কাহিনী প্রচলিত আছে। ভাইফোঁটা বন্ধ হয়ে যাওয়ার পর গ্রামে মাঝে একবার শুরু হয়েছিল ভাইফোঁটা। কিন্তু তারপরই ঘটে জমি সংক্রান্ত কিছু সমস্যা। শুরু হয় মামলা মোকদ্দমা। স্থানীয়দের মনে সন্দেহ জাগে ভাইফোঁটার জন্যই এই সমস্যা তৈরি হচ্ছে। ফলে ফের শুরু হয়েও ফের বন্ধ হয়ে যায় ভাইফোটা উৎসব।
যদিও এই ডিজিটাল যুগে আধুনিকতার ছোঁয়া লেগেছে বাঁকুড়া জেলার বদড়া গ্রামেও। আধুনিক চিন্তাশীল কিছু পরিবারে ফের শুরু হয়েছে ভাইফোঁটার প্রথা। বিগত কয়েক বছর ধরেই গ্রামের রায় পাড়ার একটি ছোট্ট অংশে চলছে ভাই ফোঁটা পালন।






