eaibanglai
Homeএই বাংলায়প্রায় ৪৫০ কোটি টাকার কেলেঙ্কারি, সাহায্যের আশ্বাস মন্ত্রীর

প্রায় ৪৫০ কোটি টাকার কেলেঙ্কারি, সাহায্যের আশ্বাস মন্ত্রীর

সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- প্রায় ৪৫০ কোটির বেশি টাকার কেলেঙ্কারি। বেশি সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার মানুষকে প্রতারণার অভিযোগ।। ঘটনা আসানসোলের রেলপার এলাকার। সাহায্য়ের আশ্বাস আইন মন্ত্রীর।

অভিযোগ রেলপার এলাকার তোরি মহল্লার বাসিন্দা তহসিন আহমেদ নামে এক ব্যক্তি বেশি সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন। প্রতারণার শিকার হওয়া লোকজনেরা জানান, টাকা বিনিয়োগের পর, প্রথম কয়েক মাস তারা ভালো লাভের মুখ দেখেন। কিন্তু তারপর টাকা আসা বন্ধ হয়ে যায়। এরপর যখন তারা তাদের টাকা চাইতে যান, তখন তাদেরকে বলা হয় যে তহসিন আহমেদ একটি দুর্ঘটনায় আহত হয়েছেন। এবং অক্টোবর মাস পর্যন্ত সময় চাওয়া হয়।। কিন্তু অক্টোবর প্রায় শেষ হতে চললেও টাকা পয়সা নিয়ে কোন সদুত্তর পাচ্ছেন না তারা।

প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত বিএসএফ অফিসার রবীন্দ্র সিং। তিনি বলেন, “আমি বিশ্বাস করে প্রথমে ৩ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলাম। তখন আমি ভালো রিটার্ন পাচ্ছিলাম। তারপর আমি সবকিছু দেখে আরো বিনিয়োগ করি। সবমিলিয়ে আমি ৪১ লক্ষ টাকা বিনিয়োগ করি। কিন্তু এখন সুদ আসা বন্ধ হয়ে গেছে। এখন টাকার কথা বলা হলে নানা অজুহাত দেখানো হচ্ছে।” তিনি আরো বলেন, যেহেতু তিনি বিএসএফে কাজ করতাম, তাই অনেকেই আমাকে দেখার পর বিনিয়োগ করেছিলেন। তাদের সবার টাকা গেছে।”

আসানসোলের মহিশীলা কলোনির বটতলা এলাকার বাসিন্দা মৌটুসী দত্তও এই আর্থিক প্রতারণার শিকার। তিনি বলেন, “আমি বেকার। আমি আমার সোনার গয়না বন্ধক রেখে প্রায় ২০ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলাম। কয়েক মাস ধরে ভালো রিটার্ন পেয়েছিলাম। কিন্তু তারপর টাকা আসা বন্ধ হয়ে যায়। এখন যখন আমি টাকা চাইতে যাচ্ছি, তখন আমাকে ধাক্কাধাক্কি করা হচ্ছে।”

জানা গেছে প্রায় আড়াই হাজার মানুষ এই আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে আসানসোল উত্তর থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। পাশাপাশি আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটককেও বিষয়টি জানিয়েছেন প্রতারিতরা। তিনি মূল টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments