নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- নির্মল বন্ধু ও সাফাই কর্মীদের নিয়ে গণভাইফোঁটার আয়োজন। প্রাক্তন কাউন্সিলর রুমা পাড়িয়ালের নেতৃত্বে দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডের টিএন স্কুল মোড়ে অনুষ্ঠিত হয় এই গণভাইফোঁটার। যাখেনে, যারা প্রতিদিন বাজারে বাজারে, রাস্তায় রাস্তায় নোংরা আবর্জনা পরিষ্কার করে শহরকে নির্মল ও বাসযোগ্য করে তোলেন সেইসব ভাইয়েদের কপালে ফোঁটা দিয়ে মিষ্টি মুখ করান বোনেরা। আর শহরের পরিস্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব থাকা ভাইদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, তিন নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সিফুল সাহা, তৃণমূল নেতা বিশ্বনাথ পারিয়াল সহ বিশিষ্টজনেরা।
মন্ত্রী বলেন, “এই মানুষগুলো শহরের নেপথ্য নায়ক। ওঁদের ছাড়া দুর্গাপুরের সকালই অসম্পূর্ণ। আজকের এই ফোঁটা ওদের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতীক।”
অন্যদিকে দুর্গাপুরের সি-জোনে মহাবীর ইউনাইটেড ক্লাবের তরফ থেকে গণ ভাইফোঁটার আয়োজন করা হয়। যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ অনুষ্ঠানে অংশগ্রহন করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২২ বছর ধরে এই গণভাইফোঁটা আয়োজন করে আসছে মহাবীর ইউনাইটেড ক্লাব।







