eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে ছটের উৎসবে সামিল সাংসদ ও মন্ত্রী

দুর্গাপুরে ছটের উৎসবে সামিল সাংসদ ও মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- সারা দেশ তথা রাজ্যের পাশাপাশি শিল্প শহর দুর্গাপুরেও ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে ছট উৎসব। প্রতি বছরের মতো এবারও শহরের বিভিন্ন ঘাটগুলিতে অস্তমিত সূর্যদেবকে অর্ঘ নিবেদন করতে ঢল নামে ভক্তদের। তবে এদিন সবচেয়ে ভিড় লক্ষ্য করা যায় দুর্গাপুরের মোহন কুমার মঙ্গলম পার্কের জলাশয়ের ঘাটে। ছট উপলক্ষ্যে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো পার্ক চত্বর। আলোকসজ্জা তার সঙ্গে ভক্তিমূলক সংগীত ও হাজার হাজার ভক্তদের ভিড়, পুজো কার্যত উৎসবের আবহে রূপ নেয়।

এদিন এই ছট উৎসবে সামিল হয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার ও দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। সাংসদ ও মন্ত্রী দুইজনেই প্রণাম জানিয়ে শহরবাসীর মঙ্গল কামনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুরের প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

অন্যদিকে ছট উপলক্ষ্যে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পুলিশ, সিভিল ডিফেন্স ও স্বেচ্ছাসেবীরা একযোগে নজরদারি চালাচ্ছেন শহরের প্রধান ঘাটগুলিতে। ব্যারিকেডিং করে জনস্রোত নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments