eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর মহকুমা আদালতের বার কাউন্সিল নির্বাচন, হাড্ডাহাড্ডি লড়াই ২৬ আসনে

দুর্গাপুর মহকুমা আদালতের বার কাউন্সিল নির্বাচন, হাড্ডাহাড্ডি লড়াই ২৬ আসনে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর মহকুমা আদালতের বার কাউন্সিল নির্বাচন হতে চলেছে আগামী ৪ নভেম্বর। নির্বাচনে ২৬ আসনে ৯৭ জন প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।

চলতি বছরের মার্চ মাসে বিদায়ী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর থেকেই নতুন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়। এবং নভেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনের দিন নির্ধারিত হয়। প্রসঙ্গত, প্রতি তিন বছর অন্তর অনুষ্ঠিত হয় দুর্গাপুর মহকুমা আদালতের বার কাউন্সিল নির্বাচন।

এদিন বার কাউন্সিলের সভাপতি পদপ্রার্থী সঞ্জীব কুন্ডু দুর্গাপুর প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠক করে ৫৬ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেন। যেখানে আদালতের অবকাঠামো উন্নয়ন, সদস্যদের কল্যাণ ও বিচার প্রক্রিয়ার গতিশীলতা আনার প্রতিশ্রুতি দেওয়া হয়।

দুর্গাপুর মহকুমা আদালতের বার কাউন্সিল নির্বাচন কেবল নেতৃত্ব বেছে নেওয়ার লড়াই নয়, বরং আগামী তিন বছরের জন্য আইনজীবী সমাজের দিকনির্দেশ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আইনজীবী মহলে এই নির্বাচনকে ঘিরে উৎসাহ ও আগ্রহ চোখে পড়ার মতো। ইতিমধ্যেই এই নির্বাচনকে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments