সংবাদদাতা,আসানসোলঃ- ছটের রোশনাইয়ের মাঝে নেমে এল শোকের ছায়া। জলে তলিয়ে মৃত্যু হল ৫২ বছর বয়সী এক ব্য়ক্তির। দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া দামোদরপুর নিম গড়িয়ে ছট ঘাটে। মৃত ব্যক্তির নাম পান্ডে দাস, জামুড়িয়া বাইপাস হোসেন নগরের বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে পরিবারের সাথেই ছট উৎসব পালন করতে দামোদরপুর ছট ঘাটে উপস্থিত হয়েছিব ওই ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি পরিবারের লোকজন ওই ব্যক্তিকে জলে নামতে বারণ করলেও তিনি সেই বারণ না শুনেই জলে নেমেছিলেন এবং সাঁতরে পুকুর পারপারারে চেষ্টা করেন। সেই সময় মাঝ পুকুরে গিয়ে তলিয়ে যান তিনি।
এদিকে ঘটনাস্থলেই উপস্থিত ছিল বিপর্যয় মোকাবিলা দল ও পুলিশ। বিষয়টি নজরে আসতেই পুকুরে খোঁজ শুরু করেন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। যদিও ওই ব্যক্তির খোঁজ মেলেনি। পরে আসানসোল থেকে স্পিড বোট এনে খোঁজ চালানো শুরু হয়। অবশেষে অচৈতণ্য অবস্থায় উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে । তড়িঘড়ি তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় উৎসবের মাঝে এলাকায় শোকের ছায়া নামে।


















