সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমের ৬৭ নম্বর ওয়ার্ডের কুলটি থানার বরাকরের লখিয়াবাদে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বোরো চেয়ারম্যান বেবি বাউরি ও তার পরিবারের বিরুদ্ধে এক যুবককে খুনের অভিযোগ উঠল। তার বাড়ির বাইরে থেকে উদ্ধার হয় পাড়ারই যুবক বছর ২৬-এর কার্তিক বাউড়ির রক্তাক্ত দেহ।
জানা গেছে সোমবার রাতে বেবি বাউরি বাড়িতে চিৎকার চেচামেচি শুনে স্থানীয়রা ছুটে যান ও তার বাড়ির বাইরে পাড়ার যুবক কার্তিকের রক্তাক্ত দেহ দেখতে পান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
যদিও বেবি বাউড়ি দাবি করেছেন ওই যুবক তাদের বাড়িতে চুরি করতে ঢুকেছিল। চোর ঢুকেছে আঁচ করে পরিবারের সদস্যরা চেঁচামেচি করায় সে পালাতে গিয়ে পড়ে যায় ও জখম হয়। যদিও মৃতের পরিবার এই দাবিকে অস্বীকার করে ওই যুবককে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে। জানা গেছে মৃত যুবক কার্তিক মাত্র ছয় মাস আগে লটারিতে এক কোটি টাকা জিতেছিলেন। মৃত যুবকের পরিবারের দাবি কার্তিক লটারি জেতায় বর্তমানে তার কোন আর্থিক অনটন ছিল না। সে কেন অন্যের বাড়ি চুরি করতে যাবে! তাকে খুন করে দেহ বাড়ির বাইরে ফেলে রাখা হয়েছিল।
অভিযোগ ও পাল্টা অভিযোগে, কার্তিকের মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে। এদিকে, কুলটি থানার পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে।



















