eaibanglai
Homeএই বাংলায়জগদ্ধাত্রী আরাধনায় হালদার বাড়িতে চারজন কুমারীর একসঙ্গে পুজো!

জগদ্ধাত্রী আরাধনায় হালদার বাড়িতে চারজন কুমারীর একসঙ্গে পুজো!

সঙ্গীতা চৌধুরী, তারকেশ্বর:- জগদ্ধাত্রী, অর্থাৎ জগৎকে যিনি ধারণ করে আছেন। আজ সেই মা জগদ্ধাত্রী পুজোর পুণ্য নবমী তিথি। মূলত চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে মায়ের আরাধনা হয়। তার মধ্যে অন্যতম তারকেশ্বর। তারকেশ্বর মূলত শিবধাম হলেও এখানেও মায়ের আরাধনায় মাতেন ভক্ত থেকে সাধারণ মানুষ।

তারকেশ্বরের তালপুরের একাধিক জায়গায় মূলত মায়ের পুজোর আয়োজন করা হয়। এর পাশাপাশি তেঘরীর কাছে হালদার বাড়ির জগদ্ধাত্রী পুজোও বেশ জনপ্রিয়। হালদার বাড়ির অন্যতম সদস্য গৌর হালদারের কথা অনুযায়ী, মনোরঞ্জন হালদারের শুরু করা এই জগদ্ধাত্রী পুজো এবার ১২ তম বছরে পা দিল।‌ পুজো অনুষ্ঠিত হয় সমস্ত শাস্ত্রীয় নিয়ম নীতি মেনে। তবে এই পুজোর অন্যতম আকর্ষণ হল কুমারী পুজো। চারজন কুমারীকে এদিন একসঙ্গে পুজো করা হয়। পুজো উপলক্ষ্যে ভক্তসমাগম ছিল চোখে পড়ার মতো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments