eaibanglai
Homeএই বাংলায়'স্বর্গপুরী' থিমে নজর কেড়েছে ছাতনার পুজো কমিটি

‘স্বর্গপুরী’ থিমে নজর কেড়েছে ছাতনার পুজো কমিটি

সংবাদদাতা,বাঁকুড়াঃ- দুর্গাপুজোর মতোই সমারোহর সঙ্গে জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয় বাঁকুড়ার ছাতনায়। চন্দননগরের মতোই ছাতনাতেও দুর্গাপুজোর থেকেও বেশি ক্রেজ থাকে জগদ্ধাত্রী পুজোয়। আর এখানের জগদ্ধাত্রী পুজো দেখতে ছাতনা ব্লক ছাড়াও বাঁকুড়ার দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম হয়। এবার অভিনব মণ্ডপ সজ্জার মাধ্যমে নজর কেড়েছে ছাতনা চন্ডীদাসপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো। এবার তাদের পুজোর থিম ‘স্বর্গপুরী’। ছাতনার এই মন্ডপ তৈরি হয়েছে স্বর্গপুরীর আদলে। চারিদিকে শুধু মেঘ, আর মেঘের মাঝে সুন্দরী পরী। আর এই স্বর্গপুরীর মধ্যে রয়েছেন মা জগদ্ধাত্রী।

স্বর্গ কেমন? এই প্রশ্ন মানুষের মনে ওঠে বার বার! এবার সেই স্বর্গীয় অভিজ্ঞতা পেতেই এমন থিম ভাবনা বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এছাড়াও মণ্ডপ সজ্জায় রয়েছে তিরুপতি মন্দিরের দরজা। তার সঙ্গে মূল আকর্ষণ হিসেবে রয়েছে মহিষাসুরমর্দিনী অডিও ভিসুয়াল শো। সব মিলিয়ে এবারের জগদ্ধাত্রী পুজোয় রীতিমতো চমক দিয়েছে এই পুজো কমিটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments