সন্তোষকুমার মণ্ডল,আসানসোলঃ- ওভারলোডেড টোটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গোল। আর তার নীচে চাপা পড়ে মৃত্যু হল এক পথচারীর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার এনএস রোডের সিএমসি ক্লাবের অদূরে। মৃত ব্যক্তির নাম দিলীপ ভার্মা (৫৬)। তিনি আসানসোল দক্ষিণ থানার আসানসোল বাজারে আব্দুল লতিফ বাইলেনের বাসিন্দা ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় এনএস রোড দিয়ে মোমবাতি ও ধূপ বোঝাই একটি টোটো আসানসোলের বাজারের দিকে যাচ্ছিলো। সেই সময় দিলীপ ভার্মা এনএস রোডের সিএমসি ক্লাবের অদূরে কালালির সামনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎই টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং তার তলায় চাপা পড়ে যান ওই পথাচরী। তড়িঘড়ি তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার পর টোটোটিকে আটক করে পুলিশ। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অন্যদিকে দুর্ঘটনার পর ব্যস্ততম এনএস রোডে টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনার দাবি করেছেন এলাকাবাসী।








 
 
		 
                                    
