সংবাদদাতা,বাঁকুড়াঃ- বৃহস্পতিবার রাতে বাঁকুড়ায় বিষ্ণুপুরের জঙ্গলের ধারে রাস্তা থেকে মৃত চিতাবাঘ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বনদপ্তর। তবে কীভাবে মৃত্যুর ঘটনা ঘটল, দুর্ঘটনা নাকি অন্য কিছু! তা নিয়ে ধন্ধ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বনদপ্তর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকাদহ-জয়রামবাটি রাস্তার উপর একটি চিতাবাঘকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা বনদপ্তরে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বনদপ্তরের আধিকারিকরা এবং মৃত চিতার ময়নাতদন্তের ব্যবস্থা করেন। প্রাথমিকভাবে বনদপ্তরের আধিকারিকদের অনুমান, দ্রুত গতিতে থাকা কোন গাড়ির ধাক্কায় চিতাটির মৃত্য়ু হয়ে থাকতে পারে।
তবে বিষ্ণুপুরের জঙ্গলে কীভাবে ওই চিতা পৌঁছল তা ভাবাচ্ছে বনদপ্তরকে। পাশাপাশি এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও।



















