সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- দুর্গাপুরে নিখোঁজ যুবকের জলাশয় থেকে দেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায়। মৃত যুবকের নাম করণ চৌহান (২২)।
জানা গেছে দুর্গাপুরের লেবারহাট নুনিয়া পাড়ার বাসিন্দা ছিল করণ। ছট পুজোর দিন থেকে নিখোঁজ ছিল সে। ওই দিন পুজোর জন্য বাড়ি থেকে বেরিয়ে সে নিখোঁজ হয়ে যায়। পরের দিন পরিবারের তরফে থানায় মিসিং ডায়েরি করা হয়। অবশেষে শুক্রবার সকালে ডিপিএল প্রশাসনিক ভবনের পাশের মাঠে জঙ্গলের মধ্যে থাকা জলাশয়ে যুবকের দেহ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের লোকেরা গিয়ে যুবককে সনাক্ত করে। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
অন্যদিকে এদিন তার দেহ উদ্ধারের পর যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের লোকজন। তারা থানায় লিখিত অভিযোগও দায়ের করে। যদিও পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ওই যুবক নেশা করতো। ছট পুজোর দিন ওই জঙ্গলের দিকে অনেকে তাকে যেতে দেখেছিল। নেশার ঘোরে জলে পড়ে যুবকরে মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


















