নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আচার্য পি. সি. রায় সায়েন্স সোসাইটির সহযোগিতায় ১লা নভেম্বর শনিবার দুর্গাপুর ডিএভি মডেল স্কুলে অনুষ্ঠিত হল “আচার্য পি. সি. রায় স্মরণীয় বার্ষিক কর্মসূচি–২০২৫”। প্রখ্যাত বিজ্ঞানী, শিক্ষাবিদ ও দূরদৃষ্টি সম্পন্ন মনীষী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ধারা উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান করা হয় সারাদিনব্যাপী চলা নানা কর্মসূচির মাধ্যমে। শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এদিনের এই বিশেষ কর্মসূচিতে উৎসাহের সঙ্গে অংশগ্রহন করেছিল।
এদিনের কর্মসূচির মধ্যে ছিল পোস্টার প্রতিযোগিতা, পরীক্ষার মাধ্যমে বিজ্ঞান শেখা, বিজ্ঞান মডেল ও কার্যক্রম প্রতিযোগিতা, এক্সটেম্পোরে এবং কুইজ প্রতিযোগিতা। প্রতিটি ক্ষেত্রেই শিক্ষার্থীদের তাদের সৃজনশীলতা, ধারণাগত বোঝাপড়া এবং বিশ্লেষণাত্মক দক্ষতা প্রদর্শন করে।
আচার্য পি. সি. রায় সায়েন্স সোসাইটির সাধারণ সম্পাদক ডঃ উৎপল দেবনাথ, কর্মসূচির অনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রথমেই আচার্য পি. সি. রায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। এরপর পবিত্র গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে বুদ্ধি ও জ্ঞান অর্জনের প্রার্থনা জানানো হয়। এরপর একে একে উপস্থিতি বিশিষ্ট ব্যক্তিত্বরা তাঁদের বিজ্ঞান ও আচার্য পি. সি. রায়ের অবদান ও চিন্তাধারা নিয়ে তাদের বক্তব্য রাখেন।

প্রথমে আচার্য পি. সি. রায় সায়েন্স সোসাইটির সাধারণ সম্পাদক ডঃ উৎপল দেবনাথ বিশেষত যুব শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। এনআইটি দার্গাপুরের পদার্থবিজ্ঞান বিভাগের ডিন প্রফেসর পথিক কুম্ভাকার তাঁর অনুপ্রেরণামূলক বক্তৃতায় শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তিনি বিজ্ঞানকে ভালবাসা, অধ্যবসায় ও অনুসন্ধানের মানসিকতার সঙ্গে অনুসরণ করতে আহ্বান জানান। মাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, স্বলোকে সরকার, এই উদ্যোগকে সাধুবাদ জানান ও বিজ্ঞান বিষয়ে কৌতুহলী শিক্ষার্থীদের জ্ঞান নিরসনের জন্য এই ধরণের উদ্যোগ অত্যন্ত প্রয়োজন বলে জানান।
ডিএভি দুর্গাপুর স্কুলের অধ্যক্ষ পাপিয়া মুখার্জী আচার্য পি. সি. রায় বিজ্ঞান সমিতিকে এই মহৎ উদ্যোগে স্কুলের সঙ্গে সহযোগিতা করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণের প্রশংসা করেন এবং তাদের উদ্দীপনা, সৃজনশীলতা ও জ্ঞানের প্রতি আগ্রহের প্রশংসা করেন। পাশাপাশি এই উদ্যোগকে মহান বিজ্ঞানী আচার্য পি. সি. রায়ের প্রতি শ্রদ্ধা হিসেবে বর্ণনা করেন।
সমগ্র অনুষ্ঠানটি একটি অনুপ্রেরণামূলক নোটে সমাপ্ত হয়, যা প্রতিটি অংশগ্রহণকারীকে অনুপ্রাণিত করে বিজ্ঞানকে কেবল একটি একাডেমিক বিষয় হিসেবে নয়, বরং চিন্তা করার, প্রশ্ন করার এবং বোঝাপড়ার একটি উপায় হিসেবে দেখার জন্য।


















