জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: গত কয়েক দিন ধরেই আসানসোলের এ.জি.চার্চ বিদ্যালয়ে ভর্তির নিয়ন্ত্রণ নিয়ে পরিচালন সমিতির দুই গোষ্ঠীর সদস্যদের মধ্যে চলছিল চাপা উত্তেজনা। এমনকি একটি গোষ্ঠী গীর্জার দরজায় তালা লাগিয়ে দেয়। তারই চরম পরিণতি হিসাবে দুই গোষ্ঠীর সদস্যরা পরস্পরের সঙ্গে হাতাহাতি জড়িয়ে পড়েন। ঘটনায় পুরুষদের পাশাপাশি বেশ কয়েকজন মহিলাও আহত হন।
এদিকে তালা খোলার দাবিতে অন্য গোষ্ঠীর সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করে এবং পুলিশে অভিযোগ দায়ের করে। আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য গীর্জায় ১৪৪ ধারা জারি করা হয়। অভিযোগ, সেটি গুরুত্ব না দিয়ে শনিবার গভীর রাতে অন্য গোষ্ঠীর সদস্যরা গীর্জার তালা ভেঙে দেন। ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তালা ভাঙার জন্য গীর্জার বর্তমান পরিচালন সমিতির সদস্যরা পুলিশের কাছে এর ব্যাখ্যা দাবি করে। যাইহোক, রবিবার বিক্ষোভ চলাকালীন পুলিশের সামনেই একগোষ্ঠী অপর গোষ্ঠীকে আক্রমণ করলে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। শেষপর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

















