eaibanglai
Homeএই বাংলায়কয়লা ক্রাশারের জেসিবি চালকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা

কয়লা ক্রাশারের জেসিবি চালকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- কয়লা ক্রাশারে এক জেসিবি চালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোলের জামুড়িয়া থানার চুরুলিয়ায়। মৃত ব্যক্তির নাম শেখ দিলদার (২৩)। জামুড়িয়া থানার প্রেম বাজার এলাকার বাসিন্দা। শনিবার ক্রাশার থেকে দূরে অন্য জায়গা থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। অভিযোগ ক্রাশারে কোন দুর্ঘটনার জেরে মৃত্যুর ঘটনা ঘটলেও দায় এড়াতে বাইরে ফেলে দেওয়া হয়েছিল মৃতদেহ। এদিন পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা পথ আটকায়। প্রায় দুঘণ্টা ধরে চলে বিক্ষোভ।

প্রাথমিক তথ্য ও স্থানীয় সূত্র থেকে বলা হচ্ছে যে জেসিবি মেশিন চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে চালক শেখ দিলদারের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনাটি লুকানোর চেষ্টা করা হচ্ছে৷ কারণ চালকের মৃত্যু ক্রাশার চত্বরে হয়েছে। কিন্তু দেহ খনি এলাকা থেকে দূরে উদ্ধার হয়েছে।

অন্যদিকে এদিন দেহ উদ্ধারের পর স্থানীয়দের ক্ষোভ ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা দেহ নিয়ে যাওয়া পুলিশের গাড়ি আটকে মধুডাঙ্গায় রাস্তা অবরোধ করেন। তারা বিক্ষোভ দেখানোর পাশাপাশি ক্রাশার কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। অভিযোগ জামুড়িয়া এবং আশেপাশের এলাকায় অবৈধ বা পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া বহু ক্রাশার চলছে । যেখানে কোন নিরাপত্তা ছাড়াই কাজ করছেন শ্রমিক কর্মচারীরা।

অবশেষে ক্রাশার কর্তৃপক্ষের তরফে মৃত পরিবারকে ২ লক্ষ টাকা নগদ ক্ষতিপূরণ এবং প্রতি মাসে ৫,০০০ টাকা সাহায্যের আশ্বাস দেওয়া হলে পুলিশ প্রশাসন এবং এলাকার জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়।

অন্যদিকে পুলিশ জানিয়েছে ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর কারণ জানা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments