নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু ফুটবলার সহ ২ তরুণের। গুরুতর জখম আরও চার। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে জেমুয়ার জঙ্গলে। মৃত দুই যুবকের নাম লাল্টু বাগদি (৩২) এবং সুকান্ত হাঁসদা(২০)।
জানা গেছে গতকাল একটি বাইকে সুকান্ত, লাল্টু সহ চারজন জেমুয়ার জঙ্গল দিয়ে পাড়দই এলাকায় ফুটবল খেলতে যাচ্ছিলেন। এদের মধ্যে সুকান্ত হাঁসদার ভালো ফুটবলার হিসেবে এলাকায় পরিচিত ছিল। পথে আরও একটি বাইকের সঙ্গে তাদের বাইকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ছয় জনই গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সুকান্ত ও লাল্টুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্য এক জন দুর্গাপুর মহকুমা হাসপাতালেঅ চিকিৎসাধীন।


















