eaibanglai
Homeএই বাংলায়তৃণমূল কর্মীর স্ত্রীর বন্দুক হাতে ছবি, থানায় অভিযোগ দায়ের

তৃণমূল কর্মীর স্ত্রীর বন্দুক হাতে ছবি, থানায় অভিযোগ দায়ের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- কুলটির তৃণমূল কর্মীর স্ত্রীর বন্দুক হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতার। যা নিয়ে শোরগোলের পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অন্যদিকে ওই ঘটনায় ভাবমূর্তি নষ্টের অভিযোগে বিজেপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তৃণমূল কর্মী।

প্রসঙ্গত, বিজেপি সংখ্যালঘু সেলের নেতা জিশান কুরেশি তার সোশ্যাল মিডিয়ায় কুলটি থানার নিচুগ্রাম এলাকার বাসিন্দা রাজু খান নামে এক তৃণমূল কর্মীর স্ত্রীর হাতে বন্দুক ধরা রয়েছে, এমন একটি ছবি পোষ্ট করেছেন। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এছাড়াও জিশান রাজু খানকে কুলটি ব্লক ২ যুব সভাপতি অমিত যাদবের খুব ঘনিষ্ঠ বলেও দাবি করেছেন।

যদিও তৃণমূল কর্মী রাজু খানের দাবি প্রতিশোধের বশবর্তী হয়ে জিশান কুরেশি সোশ্যাল মিডিয়ায় এআই-জেনারেটেড ছবি আপলোড করে সমাজে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। তার স্ত্রী ছবি আপলোড করার ফলে তার সামাজিকভাবে যথেষ্ট অবমাননা হচ্ছে। রাজু জিশানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি করেছেন ।

অন্যদিকে বিজেপি সংখ্যালঘু নেতা জিশান জানিয়েছেন, রাজুর সাথে তার কোনও শত্রুতা নেই। তার দাবি, এআইয়ের মাধ্যমে কোনও ছবি তিনি তৈরি করেননি। তিনি ছবিটি পেয়েছেন। তিনি পুলিশ প্রশাসনকে ছবির সত্যতা তদন্ত করার জন্য অনুরোধ করেছে। এমনকি ছবিতে যে বন্ধুক দেখা যাচ্ছে সেটি পরীক্ষা করারও আর্জি জানিয়েছেন। বিষয়টি নিয়ে বিজেপি নেতা কেশব পোদ্দার আবার উদ্বেগ প্রকাশ করে এনআইএ তদন্তের দাবি করেছেন।

অন্যদিকে কুলটি ব্লক ২ যুব সভাপতি অমিত যাদব পুরো বিষয়টি নিয়ে একটি বিবৃতি দিয়েছে। যেখানে তিনি জানিয়েছেন, কুলটির অনেক মানুষ তার কাছে আসেন। তিনি সব মানুষের ঘনিষ্ঠ। মানুষের সাথে দেখা করা, তাদের মধ্যে থাকা, তাদের সমস্যা শোনা এবং তাদের সমাধান করা তার কাজ। যে কেউ তার নাম যেকোন ঘটনায় টেনে আনলে, তাতে কোনও লাভ হবে না। কেউ যদি মিথ্যা অভিযোগ এবং তাকে বদনাম করার চেষ্টা করে, তাহলে তারা তা করতে পারে। কুলটির মানুষেরা মা মাটি মানুষেক সাথে আছে এবং সবসময় থাকবে।

এদিকে পুরি বিষয়টি নিয়ে কুলটি থানার পুলিশ জানিয়েছে, একটা অভিযোগ দায়ের হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments