নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মঙ্গলবার থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছে এনুমারেশন ফর্ম বিলি করছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। রাজনৈতিক দলগুলির বুথ স্তরের এজেন্টদের (বিএলএ)-ও এই প্রক্রিয়ায় যুক্ত করেছে কমিশন। তারাও বিএলওদের সঙ্গে রয়েছেন।
সারা রাজ্যের পাশাপাশি দুর্গাপুরেও শুরু হয়েছে এসআইআরের এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ। বাড়িতে বাড়িতে কমিশন নিযুক্ত বিএলওরা যাচ্ছেন। তাদের সঙ্গে যাচ্ছেন রাজনৈতিক বিএলএরা।
অন্যদিকে ফর্ম ফিলাপ করতে সাধারণ মানুষের সমস্যা হলে তাদের সহায়াতার জন্য শাসক দল তৃণমূলের তরফে ব্লকে ব্লকে করা হয়েছে সহায়তা কেন্দ্র। এদিন দুর্গাপুরের ১নং ব্লক অফিসে সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। ওই কেন্দ্র থেকে তৃণমূলের বিএলএদের হাতে এসআইআরের যাবতীয় সামগ্রী তুলে দেন দেন তিনি। এছাড়াও মন্ত্রী তৃণমূলের ১নং ব্লকের বুথের বিএলএ দের সাথে কথা বলেন।
পরে মন্ত্রী প্রদাপ মজুমদার বলেন, “এখনো পর্যন্ত এসআইআর সংক্রান্ত তেমন কোনো অভিযোগ আসেনি। তবে দু’জায়গায় দুটি সমস্যা দেখা গেছে। একটি বুথে বিএলওরা আসেননি। তারা জানিয়েছেন তারা এনুমারেশন ফর্ম পাননি। আরেকটি বুথে বিএলও ফোন ধরছেন না। তবে আমাদের সহায়তা কেন্দ্র শুরু হয়ে গেল। মানুষের সমস্যার কথা শোনা হবে ও সেগুলো সমাধানও করার চেষ্টা চালানো হবে।
এদিনের সহায়তা কেন্দ্রে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ১নং ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ সহ তৃণমূল কর্মী সমর্থকরা।

















