সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ। আর প্রথম দিনের পশ্চিম বর্ধমান জেলায় ৪০ হাজারেরও বেশি ইনুমেরেশন ফর্ম বিলি করেছেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। এমনটাই জানিয়েছেন জেলাশাসক এস পোন্নাবলম।
প্রসঙ্গত মঙ্গলবার বিকেলে আসানসোলের কল্যাণপুরে জেলাশাসক কার্যালয়ের এসআইআর নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন জেলাশাসক। সেখানে তিনি এসআইআর সম্পর্কিত নানা তথ্য তুলে ধরেন। তিনি বলেন, “বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে, তাতে জানা গেছে ৪০ হাজারেরও বেশি ফর্ম বিতরণ করা হয়েছে। সংখ্যাটি আরও বেশি হতে পারে।” এর পাশাপাশি তিনি জানান, প্রতিটি বুথ লেভেল অফিসার প্রতিদিন কমপক্ষে ৫০টি বাড়িতে যাবেন। তাদের সাথে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরাও উপস্থিত থাকতে পারবেন। এই জেলায় নির্বাচন কমিশন স্বীকৃত পাঁচটি রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরা রয়েছেন। আগামী দুদিনের মধ্যে এই জেলার ২৩ লক্ষ ২৭ হাজার ভোটারকে এই ফর্ম বিতরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলাশাসক আরও জানান, এই জেলা থেকে এখনও পর্যন্ত এসআইআর সংক্রান্ত কোন গন্ডোগোল বা অপ্রীতিকর ঘটনা সামনে আসেনি। এসআইআর সম্পর্কিত যেকোনো অভিযোগ বা সমস্যা ১৯৫০ নম্বরে কল করে জানানো যাবে। এছাড়াও, জেলা প্রশাসনের তরফে জেলাশাসক অফিস, এসডিও অফিস এবং বিডিও অফিসে একটি করে হেল্প ডেস্ক খোলা হয়েছে। রয়েছে কন্ট্রোল রুমও। সেখান থেকে সবাইকে সহায়তা প্রদান করা হবে।


















