সংবাদদাতা,বার্নপুরঃ- বুধবার ছিল দেবদীপাবলি। এটিকে দেবতাদের দীপাবলি হিসাবে মনে করা হয়। দীপাবলির মতোই দেবতাদের উদ্দেশ্যে ঘরে প্রদীপ জ্বালিয়ে পালন করা হয় এই দীপাবলি। আর এই দেবদীপাবলি উদযাপনের মাঝেই আসানসোলের বার্নপুরের একটি আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
গতকাল রাতে বার্নপুরের পুরানা হাট এলাকায় অবস্থিত ওই ফ্ল্যাট থেকে হঠাৎই বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকাবাসী। এপরই ওই ফ্ল্যাটটি থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে থাকে চারিদিকে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ওই ফ্ল্যাটের সবকিছু পুড়ে ছাড়খার হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায় ওই ফ্ল্যাটির বাসিন্দারা দেবদীপাবলী উপলক্ষ্যে প্রদীপ দিয়ে পুরো ঘর সাজিয়েছিলেন। প্রদীপ জ্বালিয়ে তারা বাইরে বেরিয়েছিলেন। প্রাথমিক ধারণা সেই সময় প্রদীপের শিখা থেকে কোনভাবে আগুন লাগে ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।
অন্যদিকে দমকল আধিকারিকরা জানান, প্রাথমিকভাবে তদন্তে দেখা যাচ্ছে যে সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরেই সঠিক কারণ নির্ধারণ করা যাবে। গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করেও আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।


















