eaibanglai
Homeএই বাংলায়রাতের অন্ধকারে অনাথ আশ্রম গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, ধিক্কার মিছিল

রাতের অন্ধকারে অনাথ আশ্রম গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, ধিক্কার মিছিল

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের স্টিল টাউনশিপে একটি আধ্যাত্মি সংস্থার অনাথ আশ্রম ভাঙা নিয়ে উত্তেজনা। সম্পূর্ণ অনৈতিকভাবে রাতের অন্ধকারে ডিএসপি কর্তৃপক্ষ ওই অনাথ আশ্রম ভেঙে গুঁড়িয়ে দেয় বলে অভিযোগ। প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তায় নেমে ক্ষোভে ফেটে পড়ল শহরের বহু মানুষ।

জানা গেছে ডিএসপির একটি কোর্য়াটার লিজে নিয়ে ( ২/১ ট্যাগর প্যালেসে) সেখানে পরমানন্দ মিশনের একটি শাখা অনাথ আশ্রম চালানো হতো। অনাথ আশ্রমের দায়িত্বপ্রাপ্ত তথা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান ওই আশ্রমে সমাজের অনাথ ও পিছিয়ে পড়া শিশুদের পুনর্বাসন ও শিক্ষা দিয়ে তাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করা হয়। ভাস্করবাবুর অভিযোগ সম্প্রতি ওই আশ্রমে অবৈধ নির্মাণকাজ চালানো হচ্ছে বলে অভিযোগ করে নোটিশ পাঠায় ডিএসপি কর্তৃপক্ষ এবং কোনরকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে গত ৩১ অক্টোবর সন্ধের পর বুলডোজার চালিয়ে আশ্রম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

ওই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন পরমানন্দ মিশনের ভক্তরা। প্রতিবাদে বৃহস্পতিবার শহরে আয়োজন করা হয় ধিক্কার মিছিলের। নেতৃত্বে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। পাশে ছিল দুর্গাপুর নাগরিক রক্ষা মঞ্চ। মিছিলটি শুরু হয় ট্যাগর প্যালেস থেকে এবং শেষ হয় দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত সমাজকর্মী, শিক্ষক, শ্রমিক সবাই একজোট হয়ে মিছিলে পা মেলান এবং আশ্রম ভাঙার এই ঘটনায় ন্যায়বিচারের দাবি জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments