নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বহু দিন ধরেই শহর দুর্গাপুরে অবৈধ টোটোর দৌরাত্ম্য চলছে বলে অভিযোগ। যা নিয়ে টোটো ও মিনিবাস সংগঠনের তরফে বহুবার অভিযোগ করা হয়েছে। এমনকি পরিসেবা বন্ধ করে প্রতিবাদে সামিল হয়েছে ওই দুই সংগঠন। যদিও টোটোর দাপট কমেনি বলে অভিযোগ। এমনকি অবৈধ টোটোর দৌরাত্ম্যের জেরে শহরে দুর্ঘটনাও বাড়ছে বলে অভিযোগ। অবশেষে টোটোর দাপট রুখতে পথে নামল দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ।
শুক্রবার দেখা যায় সিটিসেন্টারের গান্ধী মোড়ে একের পর এক টোটো থামিয়ে বৈধ কাগজ পরীক্ষা করছেন ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। পাশাপাশি তাদের সচেতন ও সতর্ক করা হয়েছে বলে ট্রাফিক পুলিশ সূত্রে খবর।
জানা গেছে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। এর পরে বৈধ কাগজপত্র বিহীন রাস্তায় টোটো চালানো হলে জরিমানা করা হবে জানানো হয়েছে। এমনকি কড়া আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম এদিন বলেন,”আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ সদা তৎপর। টোটো দুর্ঘটনা রুখতে এবং রুট পারমিট ছাড়া টোটো চলাচল রুখতে এই অভিযান চলছে। শুক্রবার শুধু সচেতন করা হয়। ৩০ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।”


















