eaibanglai
Homeএই বাংলায়বাড়ি থেকে এনুমারেশন ফর্ম বিতরণ, বিতর্ক

বাড়ি থেকে এনুমারেশন ফর্ম বিতরণ, বিতর্ক

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বাড়ি থেকে এনুমারেশন ফর্ম বিতরণ বিলির অভিযোগ বিএলওর বিরুদ্ধে। ঘটনায় বিতর্ক আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে।

এবিষয়ে ওই বিএলও দিলীপ কুমার ধানীকে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি যে বুথে কাজ করছেন সেখানে মোট ভোটারের সংখ্যা ২,৯০০ জন। এত বিশাল সংখ্যক মানুষের কাছে ব্যক্তিগতভাবে পৌঁছন অনেক সময় সাপেক্ষ। তাই সময় ও সকলের সুবিধার কথা মাথায় রেখে তিনি এলাকার আশেপাশের মানুষদের বাড়ি থেকেই ফর্ম দিচ্ছেন। তবে তিনি অন্যত্র তিনি বাড়ি বাড়ি পৌঁছেই ফর্ম দেবেন বলেও দাবি করেছেন।

প্রসঙ্গত ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছেন বুথ লেভেল অফিসারদের বাড়ি-বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ করতে হবে। যাতে প্রত্যেক ভোটারের কাছে সঠিকভাবে তথ্য পৌঁছায় এবং ফর্মে তথ্য় নথিভুক্ত করতে কোনো অসুবিধা না হয়। কিন্তু অভিযোগ নির্বাচন কমিশনের সেই নির্দেশের তোয়াক্কা না করে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে বুথ লেভেল অফিসার দিলীপ কুমার ধানী নিজের বাড়ি থেকে এনুমারেশন ফর্ম বিলি করছেন। যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। কারণ এটি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতা নিয়ে প্রশ্ন তুলেছে বলে দাবি তাদের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments