নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ দুর্গাপুরের পরিকাঠামোগত উন্নয়ন ও শহরকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে। সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় রাস্তা সম্প্রসারণ থেকে বাগান বা উদ্যান গড়ে তোলার উদ্যোগ নিয়েছে এডিডিএ কর্তৃপক্ষ। এই কর্মসূচিতে দুর্গাপুরের পিসিবিএল রোটারি থেকে ইস্পাত পল্লী পর্যন্ত ৪ লেন রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার ওই কাজের শিলান্যাস অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, প্রাক্তন পুরপিতা ও পুর মাতারা সহ অন্যান্য আধিকারিকরা।
প্রসঙ্গত, মূলত পিসিবিএল রোটারি থেকে গান্ধী মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে। এদিন সেই কর্মসূচির কাজ আরেক ধাপ এগোলো। এডিডিএ সূত্রে জানা গেছে এই রাস্তা নির্মাণে ব্যয় হবে আনুমানিক ১৪ কোটি টাকা।

















