eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপনে ম্যারাথন দৌড়

দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপনে ম্যারাথন দৌড়

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপরঃ- স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপনে ম্যারাথন দৌড় “গোল্ডেন মাইল চ্যালেঞ্জ” অনুষ্ঠিত হল দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের উদ্যোগে। রবিবার সকালে স্কুল প্রঙ্গনে গায়ত্রী মন্ত্র উচ্চারণ ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সূচনা হয় ম্যারাথন দৌড়ের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত সোমা বিশ্বাস। তিনি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা এবং দৃঢ়তা গঠনে খেলাধূলা এবং শারীরিক সুস্থতার গুরুত্বের কথা উল্লেখ করেন। যা পড়ুয়াদের উৎসাহিত করে। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব জোন-১) শ্রী অভিষেক গুপ্ত, আইপিএস এবং ১০ বেঙ্গল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল হিতার্থ সারভাইয়া।

এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই ম্যারাথন দৌড়ের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ছেলেদের জন্য পাঁচ কিলোমিটার, মেয়েদের জন্য তিন কিলোমিটার এবং বাবা-মা এবং প্রাক্তন ছাত্রদের জন্য দুই কিলোমিটার দৌড়ের ব্যবস্থা ছিল। এদিনের ম্যারাথন দৌড়ে ৫০ জন ছেলে, ৪৭ জন মেয়ে, ৭৫ জন অভিভাবক এবং ১৬ জন প্রাক্তন ছাত্র অংশগ্রহণ করেছিলেন।

ম্যারাথনে জয়ীদের জন্য ছিল আকর্ষনীয় পুরস্কারের ব্যবস্থা। ছেলে এবং মেয়ে বিভাগে প্রথম পাঁচজন দৌড়বিদের জন্য যথাক্রমে ৭,০০০ টাকা ৫,০০০ টাকা, ৩,০০০ টাকা, ২,০০০ টাকা এবং ১,০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়। যেখানে অভিভাবক এবং প্রাক্তন ছাত্রদের যথাক্রমে ৪,০০০ টাকা, ৩,০০০ টাকা এবং ২,০০০ টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়।

ধন্যবাদ জ্ঞাপন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি শেষ হয়। এই ম্যারাথন দৌড় “গোল্ডেন মাইল চ্যালেঞ্জ” স্কুলের ৫০ বছরের গৌরবময় যাত্রায় একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। যা শিক্ষার্থীদের একটি সুস্থ ও সক্রিয় জীবনধারা গ্রহণের জন্য উৎসাহিত করে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই অনুষ্ঠানের সাফল্যে অবদান রেখেছে অরবিন্দ থানা এবং হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল।

গোল্ডেন মাইল চ্যালেঞ্জের বিভিন্ন বিভাগের ফলাফল:-
ছাত্র: প্রথম- দীপ সিং, ধান্দাবাগ হিন্দি হাই স্কুল (চেস্ট নং B-049)
দ্বিতীয়- শুভম কুমার, নেপালিপাড়া হিন্দি হাই স্কুল (চেস্ট নং B-042)
তৃতীয়- শান্তনু কুমার মাহাতো, বেনাচিতি ভারতীয় হিন্দি হাই স্কুল (চেস্ট নং B-037)
চতুর্থ- প্রীতম মাহাতো, বেনাচিতি ভারতীয় হিন্দি হাই স্কুল (চেস্ট নং B-038)
পঞ্চম- বিশ্বদীপ ঘোষ, ডি.এ.ভি. পাবলিক স্কুল, রূপনারায়ণপুর (চেস্ট নং B-029)

ছাত্রী: প্রথম- শ্রেয়সী দত্ত, রাণীগঞ্জ লায়ন্স জেডিএম চানানি ডিএভি পাবলিক স্কুল (চেস্ট নং G-115)
দ্বিতীয়- দিয়া তিওয়ারি, ধান্দাবাগ হিন্দি হাই স্কুল (চেস্ট নং G-147)
তৃতীয়- তনিমা মণ্ডল, ডি.এ.ভি. পাবলিক স্কুল, ডি.ভি.সি., এম.টি.পি.এস., বাঁকুড়া (চেস্ট নং G-111)
চতুর্থ- দূর্বা নন্দী, ডি.এ.ভি. পাবলিক স্কুল, ডি.ভি.সি., এম.টি.পি.এস., বাঁকুড়া (চেস্ট নং G-112)
পঞ্চম- রোশনী ভগত, ডি.এ.ভি. পাবলিক স্কুল, কন্যাপুর, আসানসোল (চেস্ট নং G-102)

প্রাক্তন ছাত্র: প্রথম- সর্বজিৎ রায় চৌধুরী (চেস্ট নং A-420)
দ্বিতীয়- শুভব্রত চৌধুরী (চেস্ট নং A-425)
তৃতীয়- উৎকর্ষ দুবে (চেস্ট নং A-429)

অভিভাবক: প্রথম- রঞ্জিত সাহা (চেস্ট নং P-292)
দ্বিতীয়- সৌমেন পাল (চেস্ট নং P-304)
তৃতীয়- সৌরভ লাহা (চেস্ট নং P-305)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments