eaibanglai
Homeএই বাংলায়আসানসোলের বুকে আবারও চিটফান্ডে কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগ

আসানসোলের বুকে আবারও চিটফান্ডে কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- সম্প্রতি আসানসোল উত্তর থানার রেলপার এলাকায় চিটফান্ডের ফাঁদ পেতে তিনশো কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে। তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের জেলার প্রাক্তন চেয়ারম্যানের ছেলে বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত তৃণমূলের নেতার ছেলেকে গ্রেফতারও করে পুলিশ। ফের আসানসোলের বুকে চিটফান্ডে কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগ সামনে এল।

অভিযোগ অ্যারোপোনিক্স এগ্রিকালচার অ্যান্ড সাপোর্ট ইন্ডিয়া ডেভেলপমেন্ট নামে একটি কোম্পানি এই চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে জড়িত। এই কোম্পানি কেবল মাত্র আসানসোল সহ পশ্চিমবঙ্গেই নয়, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়েও হাজার হাজার মানুষকে প্রতারিত করেছে। সারা ভারতে বিভিন্ন জায়গায় এনজিওর মাধ্যমে পয়সা সংগ্রহ করে সংস্থাটি এবং পয়সা দেবার নামে সবাইকে চেক দিলেও সেগুলো বাউন্স করে। এরপরই গ্রাহকরা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন।কোম্পানির মালিক ফায়াজ আহমেদ এবং মহঃ নাদিম এই কেলেঙ্কারির মাথা। এছাড়াও এর সঙ্গে রয়েছে বিজয় পণ্ডিত, সাবির আনসারি, রোহিত রানা এবং সাকির আলি সহ কয়েক জনের নাম। আর্থিক দুর্নীতির পরিমান প্রায় ২০০ কোটি টাকা।

এই চিটফান্ডের বিষয়টি সামনে আনেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি জানান শনিবার আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, বিহার, ঝাড়খণ্ড, ছত্রিশগড় থেকে কয়েকশো প্রতারিত তাকে এই আর্থিক দুর্নীতি তথা প্রতারণার বিষয়টি জানান। এরপরই রবিবার সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দক্ষিণ থানার সামনে বিক্ষোভ দেখান এবং থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি এফ আই আর করেন। বিধায়ক আরও দাবি করেন এই চিটফান্ডের মাথা ও তার সঙ্গীরা আসানসোল শহরের বাসিন্দা। তারা আপাততঃ ফেরার রয়েছে।

এদিন বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাতদিনের মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে বিজেপি বৃহত্তর আন্দোলন নামবে। অন্যদিকে পুলিশ জানিয়েছে , একটা অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments