নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর সলিল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন কমিটির পরিচালনায় আয়োজিত বর্ষব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছে। ৮ই নভেম্বর ইস্পাত নগরীর চিত্তব্রত মজুমদার স্মৃতি সভাগৃহে অনুষ্ঠিত এক মহতী অনুষ্ঠানে ‘কথায় ও গানে সলিল স্মরণ’ আলোচনা চক্রে উপস্থিত ছিলেন – স্বনামধন্য সঙ্গীত শিল্পী, সুরকার ও গীতিকার ডঃ হিরন্ময় ঘোষাল। ওনার পরিবেশিত মনোজ্ঞ, তথ্যসমৃদ্ধ আলোচনা এবং সলিল চৌধুরী-কৃত বিভিন্ন আঙ্গিকের সংগীত উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। একই মঞ্চে উপস্থিত উল্লেখযোগ্য মানুষদের মধ্যে ছিলেন- বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দীপক দেব, সুপরিচিত সংগীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, গণনাট্য আন্দোলনের নেতৃবৃন্দ- আশিসতরু চক্রবর্তী,সীমান্ত তরফদার প্রমূখ। ড: হিরণ্ময় ঘোষাল সহ সম্মানীয় ব্যক্তিত্বদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে ‘গানের তরী ‘ সংস্থার শিল্পীরা সম্মেলক সংগীত পরিবেশন করেন এবং শিশু শিল্পী অন্বেষা নৃত্যে অংশ নেয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আশিসতরু চক্রবর্তী।

















